বাসস দেশ-৯ : নাটোর মুক্তিযুদ্ধকালীন পরিত্যক্ত রাইফেলের গুলি উদ্ধার

92

বাসস দেশ-৯
গুলি উদ্ধার
নাটোর মুক্তিযুদ্ধকালীন পরিত্যক্ত রাইফেলের গুলি উদ্ধার
নাটোর, ১৪ জুন, ২০২১ (বাসস) : জেলায় মুক্তিযুদ্ধকালীন পরিত্যক্ত ৩৭৯টি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে কৃষি জমি খননকালে এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কৃষক আয়নাল হকের আবাদি জমি বর্গা নিয়ে চাষাবাদ করছিলেন অপর কৃষক আফাজ উদ্দিন। আজ সকাল দশটার দিকে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে গিয়ে জমি খননকালে শ্রমিকদের কোদালে কয়েকটি গুলি উঠে আসে। গুলির সংখ্যা বাড়তে থাকলে নাটোর থানা পুলিশকে খবর দেয়া হয়। ঐ জমির খনন প্রক্রিয়া শেষ করে মোট ৩৭৯টি গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত গুলিগুলো পুলিশ থানা হেফাজতে নিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী নাটোর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন বলেন, কৃষি জমির সমতল থেকে প্রায় আড়াইফুট নীচ থেকে থ্রি নট থ্রি রাইফেলের উদ্ধারকৃত গুলিগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে ধারনা করা হচ্ছে।
আগামীকাল মঙ্গলবার নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গুলিগুলো উপস্থাপন করে আদালতের নির্দেশনা অনুযায়ী গুলিগুলো সংরক্ষণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪১৪/নূসী