বাসস দেশ-৬ : মাগুরা শহর ও মহম্মদপুর উপজেলায় লকডাউন শুরু

85

বাসস দেশ-৬
মাগুরা-লকডাউন
মাগুরা শহর ও মহম্মদপুর উপজেলায় লকডাউন শুরু
মাগুরা, ১৪ জুন, ২০২১ (বাসস) : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় থেকে জেলা শহর ও মহম্মদপুর উপজেলায় লকডাউন শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই লকডাউন চলবে। গতকাল বিকেলে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে জনস্বার্থে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
জেলা প্রশাসক আজ বাসসকে জানান, বেশ কয়েক সপ্তাহ ধরে মাগুরার বিভিন্ন এলাকায় বিশেষ করে শহর, পৌরসভা ও মহম্মদপুর এলাকায় করোনা পরিস্থিতি কিছুটা ঊর্ধ্বমুখী। এ কারণে সার্বিক দিক বিবেচনা করে এ দু’টি এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি ওষুধ ও খাদ্যদ্রব্য পরিবহন পরিষেবা বাদে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ও সন্ধ্যা ৬ টার পর থেকে বন্ধ থাকবে দোকান ও শপিংমল। ঝুঁকি বিবেচনায় রেড জোন চিহ্নিত পূর্বক পরবতী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য জেলা সিভিল সার্জনকে অনুরোধ করা হয়েছে।
এছাড়া মহম্মদপুর উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩১২/কেজিএ