চান্দিনায় মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে কাজ করছে পুলিশ

170

কুমিল্লা (দক্ষিণ), ১৪ জুন, ২০২১ (বাসস) : করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ সোমবার সকাল ৯টা থেকে জেলার চান্দিনা উপজেলার বিভিন্ন হাট-বাজারে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন চান্দিনা থানা পুলিশ। চান্দিনা থানার পক্ষ থেকে উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামাঞ্চলে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বাসসকে বলেন, সরকার টিভি চ্যানেলসহ বিভিন্ন প্রচার মাধ্যমে জন সচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তারপরও মানুষের মধ্যে সচেতনতা কম। গ্রামাঞ্চলের মানুষ মাস্ক ব্যবহার করছেনা। আমরা প্রতিদিন যথা সম্ভব চেষ্টা করছি মাস্ক ব্যবহারের জনসচেতনা তৈরী করতে।