বাসস বিদেশ-৯ : সোমালিয়া, ইউনিসেফ ও আইএলও’র শিশু শ্রম বন্ধে আরো বেশি প্রচেষ্টার প্রতিশ্রুতি

139

বাসস বিদেশ-৯
ইউনিসেফ-আইএলও-শিশুশ্রম
সোমালিয়া, ইউনিসেফ ও আইএলও’র শিশু শ্রম বন্ধে আরো বেশি প্রচেষ্টার প্রতিশ্রুতি
মোগাদিশু, ১৩ জুন, ২০২১ (বাসস ডেস্ক) : আফ্রিকান দেশগুলোয় শিশু শ্রম বন্ধে প্রচেষ্টা বাড়াতে সম্মত হয়েছে সোমালিয়া, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
শনিবার বিশ^ শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে মোগাদিশুতে এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সমন্বিত পদ্ধতিগত প্রচেষ্টার মাধ্যমে সেই সঙ্গে মূল কারণ বুঝে শিশুদের কম বয়সে কর্মে প্রবেশে বাধা দেয়ায় একটি আইনী কাঠামো গড়ে তুললেই শিশুশ্রমের অবসান ঘটতে পারে। সোমালিয়ার সরকার দেশে শিশুশ্রম দূরীকরণের জন্য প্রচেষ্টা চালিয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি বদলাতে অনেক দীর্ঘ পথ বাকী রয়েছে।
ইউনিসেফ ও আইএলও বলেছে, সোমালিয়ায় শিশুশ্রমের পেছনে বিভিন্ন কারণ থাকলেও সোমালিয়া থেকে শিশুশম সনাক্তকরণ ও নির্মূলের জন্য সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিবিড় অংশীদারিত্বে কঠোর প্রচেষ্টা চালাচ্ছে।
বাসস/অনু- জেজেড/২০২৫/কেএমকে