বাসস দেশ-৩৬ : বগুড়ায় লাইসেন্স নবায়ন না করায় পশুখাদ্য কারখানাকে একলাখ টাকা জরিমানা

111

বাসস দেশ-৩৬
বগুড়া-জরিমানা
বগুড়ায় লাইসেন্স নবায়ন না করায় পশুখাদ্য কারখানাকে একলাখ টাকা জরিমানা
বগুড়া, ১৩ জুন, ২০২১ (বাসস) : জেলায় আজ লাইসেন্স নবায়ন না করায় একটি গবাদিপশুর খাদ্য তৈরির কারখানাকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন সদর উপজেলার জহুরুলনগরে গবাদিপশুর খাদ্য তৈরির কারখানা আলহাজ¦ ফার্মাকে এ জরিমানা করেন।
সদর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ জানান, মৎস ও পশুসম্পদ আইনে উৎপাদনের লাইসেন্স নবায়ন না করার জন্য ৫০ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় আরো ৫০ হাজার টাকা জরিমনা করা হয়েছে। এছাড়াও বৈধ অনুমতি না নেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি পুনরায় চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০২০/এমকে