বাসস ক্রীড়া-৪ : এরিকসেনের অসুস্থতার খবরে সংবাদ সম্মেলন বাতিল করলো ইংল্যান্ড

94

বাসস ক্রীড়া-৪
ফুটবল-ইউরো ২০২০
এরিকসেনের অসুস্থতার খবরে সংবাদ সম্মেলন বাতিল করলো ইংল্যান্ড
লন্ডন, ১৩ জুন, ২০২১ (বাসস) : ডেনমার্কের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ান এরিকসেন কাল ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে আকস্মিক ভাবে অসুস্থ হবার খবরে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইউরো ২০২০’র প্রথম ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলন বাতিলের ঘোষনা দেয় ইংল্যান্ড।
কোপেনহেগেন গতকাল ইউরো ২০২০’র গ্রুপ-বি’র ম্যাচের ৪৩তম মিনিটে হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ান এরিকসেন। পরে সতীর্থ খেলোয়াড়রা এবং রেফারি ছুটে গিয়ে তাকে ঘিরে রেখে দলীয় চিকিৎসকদের দ্রুত মাঠে ডেকে পাঠান। তবে তখনও জ্ঞান ফেরেনি এরিকসেনের। এরপর ম্যাচ স্থগিতের ঘোষণা দেয় উয়েফা। একটা থ্রো ইন রিসিভ করতে টাচলাইনের কাছে চলে যান এরিকসেন। বল রিসিভের আগে কোনো রকমের সংঘর্ষ ছাড়াই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় বিহ্বল ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার সিমিচেল নিজের গোলপোস্ট থেকে ছুটে আসেন সেখানে। অন্য সতীর্থরাও ছুটে যান তার কাছে। তখন থেকেই বন্ধ ছিল খেলা। ধারণা করা হচ্ছিল, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে ইন্টার মিলানের এই মিডফিল্ডারের। মাঠে তাৎক্ষণিক চিকিৎসার চেষ্টা দেয়া হয় তাকে। ড্যানিশ সতীর্থরা তাকে চারদিক থেকে ঘিরে মানবদেয়াল তৈরি করেন, যাতে তাকে আড়ালে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়।
দর্শকদের দিকে ঘুরে থাকা এরিকসেনের সতীর্থদের মুখগুলোতে উৎকণ্ঠার ছায়া বিরাজ করছিল। কেউ কেউ তো কাঁদছিলেনও। এ সময় প্রতিপক্ষ ফিনল্যান্ডের খেলোয়াড়রাও ছুটে আসেন। এর কিছুক্ষণ পরেই এরিকসেনকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় । ঐ সময় স্থগিত ঘোষণা করে দেওয়া হয় খেলাটিকে। পরে দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠিয়ে দেন রেফারি।
উয়েফা অফিসিয়াল বিবৃতি দিয়ে জানায়, মাঠ ছাড়ার সময় জ্ঞান ফিরেছে এরিকসেনের এবং তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। তার বর্তমান অবস্থা আগের চেয়ে ভালো। এমনকি ফেইসটাইমে সতীর্থদের সঙ্গে কথাও বলেছেন তিনি। সতীর্থদের প্রতি ম্যাচ চালিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান ড্যানিশ এই প্লে¬মেকার।
এরিকসেন বিপদমুক্ত জানার পর ফের মাঠে নামতে রাজী হন ড্যানিশ ফুটবলাররা। তারা যখন মাঠে নামেন ফিনল্যান্ডের খেলোয়াড়রা হাততালি দিয়ে তাদের অভ্যর্থনা জানান এবং স্টেডিয়ামে উপস্থিত প্রায় ১৫ হাজার দর্শক দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর প্রথমার্ধের বাকি ৪ মিনিট খেলার পর পাঁচ মিনিটের বিরতি দেওয়া হয়। ম্যাচটিতে ফিনল্যান্ড শেষ পর্যন্ত ১-০ গোলে জয়ী হয়ে মাঠ ছেড়েছে।
পরবর্তীতে ড্যানিশ ফুটবল ফেডারেশন এক টুইটার বার্তায় জানিয়েছে হাসপাতালে জ্ঞান ফিরেছে এরিকসেনের এবং তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে।
ঘটনার আকস্মিকতায় পুরো ফুটবল বিশ্বই হতবাক হয়ে গিয়েছিল। ঐ মুহূর্তে ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট ও এরিকসেনের সাবেক টটেনহ্যাম সতীর্থ ও ইংলিশ অধিনায়ক হ্যারি কেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। কিন্তু কোপেনহেগেনের ঘটনায় ফুটবল এসোসিয়েশন তাৎক্ষনিকভাবে সংবাদ সম্মেলনটি বাতিল করে।
কেন ছাড়াও টটেনহ্যামে এরিকসেনের সতীর্থ হিসেবে এবারের ইংল্যান্ড দলে রয়েছেন কাইল ওয়াকার ও কিয়েরান ট্রিপিয়ার।
এফএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ আমাদের সব চিন্তাই ক্রিস্টিয়ান এরিকসেন এবং তার পরিবারকে ঘিড়ে আবর্তিত হচ্ছে। ড্যানিশ ফুটবল ইউনিয়নের সাথে আমরা সার্বক্ষনিক যোগাযোগ রাখছি।’
ইংলিশ ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড টুইটারে একটি প্রার্থনার ইমোজিসহ ড্যানিশ পতাকা পোস্ট করেছেন। তার জাতীয় দলের সতীর্থ রাহিম স্টার্লিং লিখেছেন, ‘ক্রিস্টিয়ান এরিকসেন এবং তার পরিবারের প্রতি সব ধরনের প্রার্থনা থাকলো।’
বাসস/নীহা/১৫৪৫/স্বব