বাসস দেশ-৪ : জয়পুরহাটে পুলিশের সহায়তায় প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেল বাবা

101

বাসস দেশ-৪
ছেলেকে ফিরে পেল বাবা
জয়পুরহাটে পুলিশের সহায়তায় প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেল বাবা
জয়পুরহাট, ১৩ জুন, ২০২১ (বাসস) : তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক ছেলেকে উদ্ধার করে পিতার হাতে তুলে দিয়েছে জয়পুরহাট সদর থানা পুলিশ।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জানান, পৌরসভার সরদারপাড়া মহল্লার আইনজীবী পিতা সামসুল ইসলামের বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছেলে সাকিব ইসলাম (২৪) কে ৭ জুন থেকে খুঁজে পাওয়া যাচ্ছেনা মর্মে জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়রী করেন ৯ জুন। জয়পুরহাট থানা পুলিশের নারী , শিশু ও প্রতিবন্ধী বিভাগ অতি গুরুত্ব দিয়ে এ বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায়। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্রগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকা থেকে সাকিবকে উদ্ধার করে জয়পুরহাট থানায় নিয়ে আসা হয় শনিবার বিকেলে। পরে রাত সাড়ে ৯ টায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী সাকিব ইসলামকে তার আইনজীবী পিতা সামসুল ইসলামের হাতে তুলে দেয় পুলিশ। ছেলেকে ফিরে পেয়ে এ্যাডভোকেট সামসুল ইসলাম জানান, জয়পুরহাট থানা পুলিশ অল্প সময়ে আমার হারিয়ে যাওয়া ছেলের অবস্থান চিহ্নিত করে ছেলেকে আমার হাতে তুলে দিবে আমি কল্পনা করতে পারিনি। ছেলেকে পেয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
বাসস/এনডি/সংবাদদাতা/১২৪৫/নূসী