জয়পুরহাটে খাদ্যের সন্ধানে লোকালয়ে হনুমান

445

জয়পুরহাট, ১৩ জুন, ২০২১(বাসস) : খাবারের সন্ধ্যানে জয়পুরহাট সদর থানার অভ্যন্তরে গাছে গাছে আম খেতে আর ঘুরে বেড়াতে দেখা গেছে একটি হনুমানকে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, শনিবার বিকেলে থানার কোয়াটার বিল্ডিংয়ের অভ্যন্তরে হঠাৎ করেই দেখা যায় একটি হনুমান আম গাছে আম খাচ্ছে। লোকজনকে আসতে দেখলে বড় কড়ই গাছের উপরের ডালে গিয়ে অবস্থান করছে। কেউ খাবার দিলে সে সেটি গ্রহণ করছে আবার উপরে ডালে গিয়ে অবস্থান করছে। বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় বন বিভাগের বণ্যপ্রাণি বিভাগকে খবর দেওয়া হয়েছে বলে জানান ওসি। সেখানে বিভিন্ন বয়সের উৎসুক জনতা হনুমানটিকে দেখার জন্য ভিড় করছে। স্থানীয়রা বলছেন, কয়েক দিন আগে পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার খাদাইল এলাকা থেকে এটি এসেছে। তবে হনুমানটির মধ্যে শান্তভাব বিরাজ করায় এখনো কারোর ক্ষতি হয়নি। কেউ হাত বাড়িয়ে খাবার দিলে খাবার নিয়ে আবার গাছের ডালে বিচরণ করছে। প্রাণিটির যেন কেউ কোন প্রকার ক্ষতি না করতে পারে সেজন্য থানার সকলকে সজাগ করেছি। তবে হনুমানটি কারো কোন ক্ষতি করেনি। এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মতিউর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অবস্থান করে প্রাণিটির গতিবিধি লক্ষ্য করছি। ইতিমধ্যে বিভাগীয় বন কর্মকর্তা এবং বন্য প্রাণি ব্যবস্থাপনা বিভাগে জানানো হয়েছে। এটি প্রাপ্ত বয়স্ক পুরুষ মুখপোড়া হনুমান। হনুমানটির কেউ কোন ক্ষতি বা তাকে কেউ কোন আঘাত না করতে পারে সে বিষয়ে সকলকে সচেতন করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন বলেন, এ বিষয়ে উপজেলা বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হনুমানের গতিবিধি লক্ষ্য করার জন্য পুলিশ নিয়োজিত করা হয়েছে। মূলত খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে প্রবেশ করেছে বলে জানান তিনি।