বাসস দেশ-৩৭ : নাটোরে ‘৩৩৩’-নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে ৩৫টি পরিবার

108

বাসস দেশ-৩৭
নাটোর- খাদ্য সহায়তা
নাটোরে ‘৩৩৩’-নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে ৩৫টি পরিবার
নাটোর, ১২ জুন ২০২১ (বাসস) : জেলায় নাগরিক সেবার কল সেন্টার ‘৩৩৩’ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে সদর উপজেলার ৩৫টি পরিবার।
আজ শনিবার বিকাল চারটায় নাটোর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপকারভোগীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। করোনা সংক্রমণ পরিস্থিতিতে জেলার সদর উপজেলার নাটোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, তেবাড়িয়া ও হালসা ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষের মাঝে হস্তান্তরকৃত খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, আধা কেজি মসুর ডাল, দুইকেজি আলু, এক কেজি লবণ ও একলিটার সয়াবিন তেল দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার থেকে নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ কার্যকর হওয়ায় এসব এলাকার খেটে খাওয়া মানুষরা কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। সরকার সবসময় তাদের পাশে রয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০১৬/এমকে