বাসস দেশ-৩৩ : ভোলায় বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু

101

বাসস দেশ-৩৩
ভোলা-বৃক্ষ রোপণ
ভোলায় বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু
ভোলা, ১২ জুন ২০২১ (বাসস): ‘মুজিববর্ষে অঙ্গিকার করি, সোনার বাংলা সবুজ করি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ একলাখ ২০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
উপকূলীয় বন বিভাগের আয়োজনে আজ শনিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় এ বৃক্ষ রোপন উদ্বোধন করা হয়।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলায় উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম জানান, উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনি গড়ে তোলার লক্ষ্যে ফলজ, বনজ, ঔষুধীসহ বিভিন্ন প্রজাতীর বৃক্ষ রোপণ শুরু করা হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে জেলায় মোট একলাখ ২০ হাজার গাছের চারা রোপন করা হবে।এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় মোট ৩৫ হাজার গাছের চারা রোপন করা হবে।
বাসস/এনডি/এইচএএম/১৯৪১/এমকে