বাসস দেশ-২০ : কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীর দায় স্বীকার

84

বাসস দেশ-২০
স্ত্রী হত্যা-জবানবন্দি
কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীর দায় স্বীকার
ঢাকা, ১২ জুন, ২০২১ (বাসস): রাজধানীর ভাটারায় জোবেদা আক্তার নামে এক গৃহবধুকে (২৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তার স্বামী রিকশাচালক আবুল কাশেম।
আজ শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
এসময় আবুল কাশেম হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার পুলিশের উপ-পরিদর্শক সুমন মিয়া।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে শুক্রবার দুপুরে সলমাইড পূর্বপাড়া আলামিন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে জোবেদা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, জোবেদা স্বামী ও দুই সন্তানকে নিয়ে সলমাইড পূর্বপাড়ায় আলামিনের বাসায় ভাড়া থাকতেন। তিনি বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।তার স্বামী রিকশাচালক।
তিনি বলেন, বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাতে সংসারের নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী আবুল কাশেম বাসায় থাকা কুড়াল দিয়ে তার স্ত্রী জোবেদার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৭৩০/-কেকে