বাসস ক্রীড়া-৬ : লিভারপুল থেকে পিএসজিতে গেলেন উইজনালডাম

88

বাসস ক্রীড়া-৬
ফুটবল-চুক্তি
লিভারপুল থেকে পিএসজিতে গেলেন উইজনালডাম
প্যারিস, ১২ জুন ২০২১ (বাসস) : ডাচ মিডফিল্ডার জর্জিনিও উইজনালডামকে লিভারপুল থেকে তিন বছরের চুক্তিতে দলভূক্ত করেছে ফরাসী জায়ান্ট পিএসজি, ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
৩০ বছর বয়সী উইজনালডামের সাথে এ্যানফিল্ডের চুক্তি চলতি মাসের পরেই শেষ হয়ে যেত। যে কারনে উইজনালডাম ফ্রি এজেন্ট সুবিধায় পিএসজিতে যোগ দিয়েছেন। ফেনুর্ড পিএসভি এইনডোভেন ও নিউক্যাসেল ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডারকে দলে নিতে বার্সেলোনাও আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু পিএসজি তার সাথে চুক্তি চূড়ান্ত করায় সেটা আর সম্ভব হয়নি।
বর্তমানে নেদারল্যান্ডের ইউরো স্কোয়াডের সাথে থাকা উইজনালডাম পিএসজির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ‘পিএসজির হয়ে চুক্তি স্বাক্ষর করা আমার কাছে একটি নতুন চ্যালেঞ্জ। ইউরোপের সেরা একটি দলে আমি যোগ দিতে যাচ্ছি। এই ক্লাবের হয়ে সব ধরনের প্রতিশ্রুতি ও লক্ষ্য পূরণ করতে চাই।’
গত পাঁচ বছর লিভারপুলে কাটিয়েছেন উইজনালডাম। ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ও গত বছর প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে তার বড় ভূমিকা ছিল।
গত মাসে লিলির কাছে ফরাসী লিগ ওয়ানের শিরোপা হারারো পর উইজনালডামকেই প্রথম দলে নিল পিএসজি।
বাসস/নীহা/১৫৪০/স্বব