ইউরো ২০২০: ইউরো আয়োজিত না হওয়ায় ক্ষতিপূরন পাবে বিলবাও

152

মাদ্রিদ, ১২ জুন, ২০২১ (বাসস) : চলমান ইউরোপীয়ান চ্যাম্পিয়শীপে ম্যাচ আয়োজনের স্বত্ত হারানো বিলবাও উয়েফার কাছ থেকে ক্ষতিপূরন পাচ্ছে বলে স্প্যানিশ শহরটির মিউনিসিপ্যাল সরকার নিশ্চিত করেছে।
ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা বিলবাওকে এ বাবদ ১.৩ মিলিয়ন ইউরো ক্ষতিপূরন দেবার পাশাপাশি স্যান মেমেস স্টেডিয়ামে ভবিষ্যতে ইউরোপা লিগের ফাইনালসহ নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।
ইউরো ২০২২ এ’ আয়োজনের উদ্দেশ্যে স্যান মেমেস স্টেডিয়ামকে পরির্পূণ ভাবে প্রস্তুত করে তুলেছিল স্থানীয় কর্তৃপক্ষ। এজন্য তাদের প্রচুর অর্থও ব্যয় করতে হয়েছে। ক্ষতিপূরণ থেকে প্রাপ্ত অর্থ তারা এখাতে কাজে লাগাবে।
গ্রুপ-ই’তে স্পেনের গ্রুপ পর্বের ম্যাচগুলো এ মাঠে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারনে সমর্থক প্রবেশের অনুমতি না মেলায় উয়েফা তাদের কাছ থেকে ম্যাচগুলো সড়িয়ে সেভিয়ায় আয়োজনের নির্দেশ দেয়।