বিগত কয়েক বছরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে : পুতিন

214

নিউইয়র্ক, ১২ জুন, ২০২১ (বাসস ডেস্ক) : রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে একেবারে তলানিতে ঠেকেছে। এনবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।
পুতিন বলেন, ‘আমাদের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে তা সাম্প্রতিক বছরগুলোতে অবনতি ঘটে একেবারে তলানিতে ঠেকেছে।’
এ সাক্ষাতকারের সম্পূর্ণ সংস্করণ আগামী সোমবার প্রচার করা হবে।
এর আগে, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেন, বাইডেনের উদ্দেশ্য হলো এ দুই দেশকে ‘অনেক স্থিতিশীল ও সম্ভাব্য ভাল সম্পর্কের পথে ফিরিয়ে আনা।’
পুতিন ও বাইডেন আগামী ১৬ জুন জেনেভায় সম্মেলন করবেন। ২০১৮ সালে হেলসিঙ্কিতে ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের বৈঠকের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটি হবে প্রথম সম্মেলন।
এদিকে ক্রেমলিন জানায়, এ দুই নেতার ‘রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যত সম্পর্কোন্নয়নের ক্ষেত্র ও দৃষ্টিকোণ, কৌশলগত স্থিতিশীলতা ইস্যু এবং করোনাভাইরাস মোকাবেলা ও আঞ্চলিক সংঘাত সমাধানসহ আন্তর্জাতিক কর্মসূচির বিভিন্ন জরুরি বিষয় নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।’