জয়পুরহাটে লকডাউন মানাতে কঠোর অবস্থানে প্রশাসন

530

জয়পুরহাট, ১২ জুন, ২০২১ (বাসস): জেলায় লকডাউন মানাতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসনসহ পুলিশ বিভাগ ও পৌরসভা।
জেলা সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী জানান, জেলা সদর ও পাঁচবিবি উপজেলায় তুলনামূলক করোনা আক্রান্তের হার বেশি। সে কারণে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিকেল ৫ টা হতে পরের দিন সকাল ৬ টা পর্যন্ত সব কিছু বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিতরা চলাচল করতে পারবেন সে ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানায় কঠোর ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে জয়পুরহাট জেলা প্রশাসনের নেতৃত্বে সদর উপজেলা ও পাঁচবিবি উপজেলা প্রশাসন ও দুই পৌরসভার মেয়র ও কাউন্সিলাররা করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সাধারণ মানুষের মাঝে সচেতনতা মূলক প্রচারণা চালাচ্ছে। রিকশায় একজন , ভ্যানে দুইজন ও গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন নিশ্চিত করতে মোড়ে মোড়ে চেক পোষ্ট বসানো হয়েছে।জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে লকডাউন মানাতে পুলিশ প্রশাসন মাঠে কঠোর অবস্থান নিয়েছে। পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, সব কাউন্সিলাররা জেলা শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে জেলা প্রশাসনকে সহযোগিতা করছে ।