বাসস-দেশ-৮ : ফেনীতে ভূমি ব্যবস্থাপনায় আইটি প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ

103

বাসস-দেশ-৮
প্রশিক্ষণ
ফেনীতে ভূমি ব্যবস্থাপনায় আইটি প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ
ফেনী, ১২ জুন, ২০২১ (বাসস): ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আজ বেলা ১২টায় ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের ভূমি ব্যবস্থাপনায় আইটি প্রয়োগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাগরিকের সেবা সহজ ও নিশ্চিত করতে সরকার ভূমি সংক্রান্ত সকল কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে। নিজেরা দক্ষ হোন, সেবা প্রদান নিশ্চিত করুন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী বলেন, সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে। তাই নিজেদের দক্ষতা বাড়াতে হবে। ভূমি ব্যবস্থাপনার আমূল পরিবর্তন হতে চলেছে। এর সাথে নিজেদেরও এগিয়ে নিতে হবে।
প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম জাকারিয়া, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
প্রশিক্ষণে অংশ নেন জেলার বিভিন্ন ভূমি দপ্তরে কর্মরত ব্যক্তিরা।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩৫০/-নূসী