বাসস দেশ-৬ : কাঁঠালের গ্রাম কালিবাড়ী

103

বাসস দেশ-৬
কাঁঠালের বাড়ি
কাঁঠালের গ্রাম কালিবাড়ী
বরগুনা, ১২ জুন, ২০২১ (বাসস): জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ছোট্ট গ্রাম কালিবাড়ী। গ্রামটির প্রধান সড়কের দু’পাশে সারিসারি দাঁড়ানো গাছে থোকায় থোকায় কাঁঠাল ঝুলছে। রাস্তা দিয়ে হেটে গেলে কাঁঠালোর মৌমৌ গন্ধে ভ’রে উঠে মন। গ্রামের পাঁচ শতাধিক পরিবারের সকলেরই একাধিক কাঁঠাল গাছ রয়েছে। গ্রামটি পরিচিতি লাভ করেছে কাঁঠালের গ্রাম হিসেবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ¦ নুরুল ইসলাম জানিয়েছেন, স্বাধাীনতা পরবর্তী সময়ে আলহাজ¦ বাছের আলী আকন নামের এক বাসিন্দা তার বাড়ীতে রসালো সুমিষ্ট ও পুষ্টিকর ফল কাঁঠাল বাগানের উদ্যোগ নেন। তার দেখাদেখি স্থানীয় মানুষের মধ্যে দিনদিন কাঁঠাল গাছ রোপণের প্রবনতা বৃদ্ধি পায়। গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. সাইদুল হক ছত্তার আকন জানান, তার নিজের ৫০টি কাঁঠাল গাছ আছে। গ্রামের প্রতিটি বাড়ীতে কাঁঠাল গাছ থাকায় এ গ্রামটি কাঁঠালের গ্রাম নামে পরিচিত।
গুলিশাখালী ইউনিয়নের ইউনুস আলী খান ডিগ্রি কলেজ থেকে তুলাতুলি স্ট্যান্ড পর্যন্ত কালিবাড়ী গ্রামের সড়কের দুই পাশে ব্যক্তি উদ্যোগে কাঁঠাল গাছ রোপণ করা হয়েছে। সড়কের দুই পাশে সারিসারি কাঁঠাল গাছ থাকায় অপরূপ সৌন্দার্যে সেজেছে গ্রামটি। গাছে থোকায় থোকায় কাঁঠাল ঝুলছে। এ যেন প্রকৃতির অপরূপ সৃষ্টি।
এ গাছগুলোর কাঁঠাল প্রকৃতির নিয়মে বেড়ে উঠা ফল। গাছের মালিকারা পরিচর্যা ছাড়া কোন সার বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন না। প্রকৃতির নিয়মের গাছেই কাঁঠাল পাকে; -জানালেন আরেক কাঁঠাল বাগান মালিক মো. আবু জাফর বিএসসি। তিনি আরো জানান, এ গ্রামের পাঁচ শতাধিক পরিবার কাঁঠাল বিক্রি করে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করে।
আমতলীর উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল কবির জানান, কালিবাড়ী গ্রামে বেশ কাঁঠাল ফলে। ওই গ্রামের মানুষ সখ বসতঃ সড়কের পাশে কাঁঠাল গাছ রোপন করেছেন। ওই গাছগুলোতে থোকায় থোকায় কাঁঠাল ধরেছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩০০/নূসী