৮৫ বছর বয়সে জাপানের নোবেল বিজয়ী রসায়নবিজ্ঞানীর মৃত্যু

209

ওয়াশিংটন, ১২ জুন, ২০২১ (বাসস ডেস্ক) : জাপানের রসায়নবিজ্ঞানী ই-আইচি নেগিশি ৮৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি ওষুধ ও ইলেকট্রনিক্স উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ যৌগিক রাসায়নিক পদার্থ তৈরির একটি পদ্ধতি আবিস্কারের জন্য নোবেল পুরস্কান পান। তার ইউএস ইউনিভার্সিটি একথা জানান। খবর এএফপি’র।
শুক্রবার এক বিবৃতিতে পুরডিউ ইউনিভার্সিটি জানায়, নেগিশি ইন্ডিয়ানাপোলিসে রোববার শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ বিজ্ঞানী মর্যাদাপূর্ণ টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক পাশ করে জাপানের কেমিক্যাল জায়ান্ট কোম্পানি তিজিনে কাজ শুরু করেন। এরপর ১৯৬০ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে রসায়ন বিষয়ে অধ্যায়ন করতে যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি ১৯৭৯ সালে পুরডিউ ফ্যাকাল্টিতে যোগদান করেন।
২০১০ সালে তিনি দেলাওয়ার ইউনিভার্সিটির রিচার্ড হিক এবং হোক্কাইডো ইউনিভার্সিটির আকিরা সুজুকির সাথে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পান।