বাসস বিদেশ-৬ : আটক জেলেরা রাশিয়া থেকে জাপানে ফিরেছে

177

বাসস বিদেশ-৬
জাপান-রাশিয়া
আটক জেলেরা রাশিয়া থেকে জাপানে ফিরেছে
টোকিও, ১১ জুন, ২০২১ (বাসস ডেস্ক): গত মাসে রাশিয়ায় আটককৃত ১৪ জন ক্রুসহ একটি মাছ ধরার নৌকা জাপানের উত্তরাঞ্চলের বন্দরে ফিরে এসেছে। এক সরকারি মুখপাত্র শুক্রবার এ কথা জানান। খবর এএফপি’র।
মে মাসের শেষদিকে রাশিয়ান দূর প্রাচ্য এবং জাপানের হোক্কাইডো দ্বীপের মাঝামাঝি স্থান থেকে নৌযানটিকে জব্দ করা হয়েছিল।
মস্কোর অভিযোগ রাশিয়ার অর্থনৈতিক পানিসীমায় নৌকাটি চলাচল করছিল। তবে জাপান সরকারের মুখপাত্র কাতসুনোবু কাতো গত সপ্তাহে এ অভিযোগ অস্বীকার করে জেলেদের মুক্তির দাবি জানান।
কাতো সাংবাদিকদের জানান, সকল ক্রু শুক্রবার ভোরে তাদের নৌকা নিয়ে ওয়াক্কানাই বন্দরে ফিরে এসেছে।’
তিনি বলেন, ‘মাছ ধরার নৌকাটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চলাচল করছিল।”
তিনি আরো বলেন, টোকিও নৌকা ও ক্রুদের আটক করার বিষয়ে রাশিয়ার কাছে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে।
বাসস/অনু-জেজেড/২০০২/-শআ