বাসস ক্রীড়া-১০ : মাঠের ঘটনায় অনুতপ্ত সাকিব

162

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-সাকিব
মাঠের ঘটনায় অনুতপ্ত সাকিব
ঢাকা, ১১ জুন ২০২১ (বাসস) : আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে একটি এলবিডব্লূর আবেদনে আউট না পেয়ে মেজাজ হারিয়ে লাথি দিয়ে স্টাম্প ভাঙ্গেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবের বিতর্কিত এমন কান্ডের ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চাইলেন সাকিব।
ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সাকিব লিখেছেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, আমি ক্ষমা চাচ্ছি, আমার মেজাজ হারানোর জন্য এবং ম্যাচটা সবার জন্য শেষ করে দেওয়ায়, বিশেষত যারা ঘরে থেকে খেলাটা দেখছিলেন। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়র এভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি।’
সাকিব আরও বলেন, ‘কিন্তু মাঝেমধ্যে কিছু কিছু মত বিরোধে দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটে যায়। আমি আমার দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট অফিসিয়াল এবং আয়োজক কমিটির কাছে এই ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করছি, ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ এবং সবার জন্য ভালোবাসা।’
বাসস/এএমটি/২০১০/-স্বব