বাসস ক্রীড়া-৭ : মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙ্গলেন সাকিব

117

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-সাকিব
মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙ্গলেন সাকিব
ঢাকা, ১১ জুন ২০২১ (বাসস) : আবারো বিতর্কিত কার্যকলাপে শিরোনামে অলরাউন্ডার সাকিব আল হাসান। একটি এলবিডব্লূর আবেদনে আউট না পেয়ে মেজাজ হারিয়ে লাথি দিয়ে স্টাম্প ভাঙ্গলেন সাকিব।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে এমন কান্ড করে বসেন মোহামেডান স্পোটিং ক্লাবের অধিনায়ক সাকিব।
অতীতের মত আবাহনী-মোহামেডান ম্যাচ উত্তেজনাপূর্ণ না হলেও, মেজাজ হারিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি করলেন সাকিব।
মিরপুরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে মোহামেডান। এরপর ২১ রানে আবাহনীর ৩ উইকেট তুলে নিয়েছিলো মোহামেডানের বোলাররা।
শুরুতেই স্পিনার শুভাগত হোমের ঘুর্ণিতে চাপে পড়ে যাওয়ায় আবাহনীর বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছিলেন সাকিব। খেলা শুরুর পর মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লুর আবেদনটি প্রত্যাখান হয়েছিলো। তাতে কোন প্রতিক্রিয়া দেখাননি সাকিব। ৫ বলে ১১ রান নিয়ে ছন্দে ছিলেন মুশফিক।
কিন্তু দ্বিতীয়বার সাকিবের ডেলিভারিতে মুশফিকের পায়ে লাগলে, আউটের আবেদন করেছিলেন সাকিব। সেটিতে সাড়া দেননি আম্পায়ার। এতে আম্পায়ারের উপর মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব।
পাঁচ বল পর বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করার ঘোষনা দেন। এতে আম্পায়ারের সামনে এসে স্টাম্প উপড়ে ফেলেন সাকিব।
শেষ পর্যন্ত ম্যাচটি বৃষ্টি আইনে ৩১ রানে জয় পায় মোহামেডান। হ্যাট্টিক হারের পর জয়ের দেখা পেল তারা। ২০১৪ সালের পর আবাহনীর বিপক্ষে ডিপিএলে জয়ের দেখা পায়নি আবাহনী। এ ম্যাচে ব্যাট হাতে ২৭ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৩৭ রান করেন সাকিব।
মাঠ ছাড়ার সময় আবাহনীর স্টাফ ও কোচ খালেদ মাহমুদ সুজনের সাথেও কথা কাটাকাটি হয় সাকিবের।
বাসস/এএমটি/১৮২০/স্বব