বগুড়ায় নকল সোনার মূর্তিসহ ২ প্রতারক গ্রেফতার

207

বগুড়া, ১১ জুন, ২০২১ (বাসস) : জেলায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে নকল সোনার মূর্তিসহ দুই প্রতারককে করেছে। গ্রেফতারকৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে মোনছুর ফকির (৩২) ও রেজাউল ফকিরের ছেলে মিজানুর ফকির (২৩)৷
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার সময় দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা গ্রামের চৌধুরীপুকুর গুচ্ছ গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে৷
আজ র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানায়, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) কিশোর রায় জানান, গ্রেফতার দুই যুবক এসব কাজের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করে থানা হেফাজতে পাঠানো হয়েছে৷
অপরদিকে, জেলার শিবগঞ্জে ৫০ পিস ইয়াবা বড়িসহ আল বিরুনী শিপুল (৩০) নামে কথিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ মহাস্থান গো-হাটির সামনে থেকে তাকে গ্রেফতার করে। শিপুল বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের মথুরা গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তার কাছ থেকে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তবে সে নিজেকে অনলাইন সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।