বাসস দেশ-২ : কুমিল্লার নাঙ্গলকোটে অযত্নে পড়ে আছে বাল্লেগশাহ তিন গম্বুজ জামে মসজিদ

163

বাসস দেশ-২
বাল্লেগশাহ-মসজিদ
কুমিল্লার নাঙ্গলকোটে অযত্নে পড়ে আছে বাল্লেগশাহ তিন গম্বুজ জামে মসজিদ
কুমিল্লা (দক্ষিণ), ১১ জুন, ২০২১ (বাসস) : জেলার নাঙ্গলকোটের ধাঁড়াচো খোন্দকার বাল্লেগশাহ ফকিরের তিন গম্বুজ জামে মসজিদটি ৯ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
ধাঁড়াচো গ্রামের শিক্ষাবিদ আব্দুল আউয়াল বাসসকে বলেন, বাল্লেগশাহ ফকিরের তিন গম্বুজ জামে মসজিদটি মুঘল আমলের মসজিদটি জরাজীর্ণ হওয়ার কারণে স্থানীয়রা আজ থেকে ৯ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করায় মসজিদটি বর্তমানে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে।
পার্শ্ববর্তী মসজিদের মোতাওয়াল্লি ডা. মাকসুদুর রহমান বাসসকে বলেন, ধর্ম প্রচারের উদ্দেশে বাল্লেগশাহ ফকির দিল্লি থেকে বাঙ্গড্ডা ইউনিয়নের ধাঁড়াচো গ্রামে আসেন। পরে তিনি ইট-সুরকি দিয়ে ভেতরে ও বাইরে বিভিন্ন কারুকার্যখচিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন।
এ বিষয়ে প্রতœতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান বাসসকে বলেন, খোন্দকার বাল্লেগশাহ ফকির মসজিদটি ঐতিহাসিক। মসজিদটি পরিদর্শন করে উপযোগিতা যাচাই করে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১০৩৫/কেজিএ