জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে ডিএনসিসি মেয়রকে রাষ্ট্রপতির পরামর্শ

294

ঢাকা, ১০ জুন, ২০২১ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে পরামর্শ দেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে মেয়র আতিকুল ইসলামকে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ঢাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। প্রতিটি পরিকল্পনা সমন্বিতভাবে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনের মূল দায়িত্ব হচ্ছে নাগরিক সেবা নিশ্চিত করা। প্রতিটি পরিকল্পনা সমন্বিতভাবে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।’
রাষ্ট্রপতি হামিদ বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা ও নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে।
মেয়র আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটির উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এসময় তিনি সিটি করপোরেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল পুনরুদ্ধার কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া মশা নিধন কার্যক্রমসহ নাগরিকদের সেবাদানে গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন ডিএনসিসি মেয়র।