বাসস দেশ-২১ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে বগুড়ার ধুনটে গৃহহীনদের জন্য ১২০টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন

86

বাসস দেশ-২১
বগুড়া-মুজিববর্ষ
‘মুজিববর্ষ’ উপলক্ষে বগুড়ার ধুনটে গৃহহীনদের জন্য ১২০টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন
বগুড়া, ১০জুন ২০২১ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলার ধুনট উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ১২০টি ঘরের নির্মান কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে একলাখ ৯১ হাজার টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের এ ঘরগুলো প্রদান করবেন।
আজ বৃস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘরগুলো পরিদর্শন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
এসময় ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৫৫/এমকে