বাসস দেশ-১৫ : নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু

118

বাসস দেশ-১৫
নীলফামারী-উপজেলা কমপ্লেক্স
নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু
নীলফামারী, ১০জুন ২০২১ (বাসস) : জেলার ডিমলা উপজেলায় আজ উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এজন্য মোট ব্যয় হবে প্রায় পাঁচকোটি ১৪ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ কমপ্লেক্স-এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম প্রমুখ।
উপজেলা প্রকৌশলী জানান, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজে ব্যয় হবে চারকোটি ৯৩ লাখ টাকা। এ কমপ্লেক্সের প্রবেশ ফটক ও সীমানা প্রাচীরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২১ লাখ টাকা। ১৫ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৪০/এমকে