বাসস ক্রীড়া-৮ : এডজবাস্টন টেস্ট থেকে ছিটকে পড়লেন উইলিয়ামসনও

84

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-উইলিয়ামসন
এডজবাস্টন টেস্ট থেকে ছিটকে পড়লেন উইলিয়ামসনও
এডজবাস্টন, ১০ জুন, ২০২১ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কনুইর ইনজুরির কারনে এডজবাস্টন টেস্ট থেকে ছিটকে পড়লেন উইলিয়ামসন।
কনুইর একই সমস্যার কারনে এ বছরের শুরুর দিকে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে খেলতে পারেননি উইলিয়ামসন। এমনকি আইপিএলের চর্তুদশ আসরের শুরু থেকেও মাঠে নামতে পারেননি তিনি।
উইলিয়ামসনের ইনজুরিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক টম লাথাম। এর আগে গত ডিসেম্বরে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন লাথাম।
উইলিয়ামসনের ছিটকে যাবার বিষয়ে দলের কোচ গ্যারি স্টিড বলেন, ‘উইলিয়ামসনের ব্যাপারে সিদ্বান্ত নেয়াটা সহজ সিদ্বান্ত ছিলো না। কিন্তু আমরা মনে করি, সঠিকটাই হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ব্যাট করার সময় যে সমস্যা অনুভব করছিলেন তা থেকে মুক্তি দিতে তার কনুইয়ে ইঞ্জেকশন দেয়া হয়েছিল। তবে পূর্ণ বিশ্রাম ও পুনর্বাসন তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে সহায়তা করবে।’
তবে ধারনা করা হচ্ছে, আগামী ১৮ জুন ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে এখনো ছিটকে যাননি উইলিয়ামসন। স্টিড বলেন, ‘সাউদাম্পটনে চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে শেষ টেস্টে উইলিয়ামসনকে না খেলানোর সিদ্বান্ত নেয়া হয়েছে। আমরা নিশ্চিত, ফাইনালের আগেই সুস্থ হতে উঠবেন এবং প্রস্তুতও থাকবেন।’
বাসস/এএমটি/১৬৪০/স্বব