বাসস দেশ-২৬ : জয়পুরহাটে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় সেনেটারি ন্যাপকিন বিতরণ

84

বাসস দেশ-২৬
ন্যাপকিন-বিতরণ
জয়পুরহাটে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় সেনেটারি ন্যাপকিন বিতরণ
জয়পুরহাট, ৯ জুন, ২০২১ (বাসস) : স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের পরিচালিত কৈশোর কর্মসূচির আওতায় প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে বসবাস করা কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ৮৭৪ জন কিশোরীর মাঝে আজ বুধবার স্বল্প মূল্যে সেনেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
জাকস ফাউন্ডেশনের যুগ্ম-পরিচালক ও কর্মসূচির ফোকাল পারসন রফিকুল ইসলাম বাদশা জানান, ‘তারুণ্যে বিনিয়োগ টেকসই উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে ৩৮টি ক্লাবের ১ হাজার ১৪০ জন কিশোরীকে নিয়মিত বয়:সন্ধিকালীন নানা সমস্যাসহ স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সেনেটোরি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে আলোচনা করেন কর্মসূচির ফোকাল পারসন ’জাকস ফাউন্ডেশনের যুগ্ম-পরিচালক রফিুকুল ইসলাম বাদশা, সিনিয়র সহকারি পরিচালক (অর্থ) খোরশেদ আলম, প্রোগ্রাম অফিসার সোহেল আহমেদ।
আলোচনা শেষে ৩৮ কিশোরী ক্লাবের ৮৭৪ জন কিশোরী সদস্যের মাঝে স্বল্পমূল্যে সেনেটারি ন্যাপকিন বিতরণ করা হয়। করোনা প্রাদূর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে সেনেটারি ন্যাপকিনগুলো বিতরণ করা হয়েছে বলে জানান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নূরুল আমিন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৩০/কেজিএ