বাসস ক্রীড়া-১১ : ইউরো ২০২০ টুর্নামেন্টে ব্রিটিশ দলগুলোর কোয়ারেন্টাইন ছাড় দিয়েছে জার্মানি

84

বাসস ক্রীড়া-১১
ফুটবল-ইউরো-ব্রিটিশ-জর্মানি
ইউরো ২০২০ টুর্নামেন্টে ব্রিটিশ দলগুলোর কোয়ারেন্টাইন ছাড় দিয়েছে জার্মানি
বার্লিন, ৯ জুন ২০২০ (বাসস/এএফপি): ব্রিটেনে সম্প্রতি ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনার সংক্রমন বাড়তে শুরু করলেও ইউরো ২০২০ টুর্নামেন্টের সময় ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস দলের জার্মানিতে প্রবেশের পর কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলে ঘোষণা দিয়েছে জার্মান সরকার।
আগামী ২ জুলাই মিউনিখের কোয়ার্টার ফাইনালে এই দল তিনটির খেলার সম্ভাবনা রয়েছে। এমনটি ঘটলে তাদেরকে কোয়ারেন্টাইন পালন থেকে মুক্তি দেয়া হবে। যদিও যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের ভ্রমনকারীদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপিত আছে। সেখানে প্রবেশের পর কমপক্ষে ১০ দিনের আইসোলেশন পালন করতে হবে সফরকারীকে।
বার্লিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,‘ নতুন করোনা ভ্যারিয়েন্টের আশংকা থাকা সত্বেও ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে এ্যাক্রেডিয়েশন পাওয়াদের জন্য কোয়ারেন্টাইনের বাধ্যবাদকতা থেকে মুক্তি দেয়া হবে।’
তবে সমর্থকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। তাদেরকে অবশ্যই জার্মান সরকার নির্দেশিত সেলফ আইসোলেশন নিয়ম মানতে হবে।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৪০/স্বব