বাসস ক্রীড়া-১২ : ইউরোতে ডি বিককে পাচ্ছে না হল্যান্ড

95

বাসস ক্রীড়া-১২
ফুটবল-ইউরো-২০২০-হল্যান্ড
ইউরোতে ডি বিককে পাচ্ছে না হল্যান্ড
দ্যা হেগ, ৯ জুন ২০২১ (বাসস/এএফপি): ইনজুরিতে পড়ে হল্যান্ডের ইউরো ২০২০ স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পনি ফন ডি বিক। মঙ্গলবার জাতীয় দলের পক্ষ থেকে এই ঘোষনা দেয়া হয়েছে।
দলের পক্ষ থেকে এক টুইটবার্তায় বলা হয়,‘ ডি বিক ইউরোপীয় চ্যাম্পিয়নশিপকে বিদায় জানিয়েছে। এই মিডফিল্ডার ইনজুরিতে আক্রান্ত। ফলে ইউরো ২০২০ টুর্নামেন্টে তিনি খেলতে পারছেন না।
ডাচ দলের কোচ ফ্রাঙ্ক ডি বোয়ের ১৯টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া এই তারকার পরিবর্তিত হিসেবে কারো নাম এখনো ঘোষণা করেননি। গত সেপ্টেম্বরে আয়াক্স থেকে ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেডে যোগ দেয়া ২৪ বছর বয়সি এই মিডফিল্ডার প্রিমিয়ার লিগের চারটি মাত্র ম্যাচে শুরু থেকে খেলার সুযোগ পেয়েছেন।
আগামী রোববার আমস্টারডামে ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপীয় মিশন শুরু করবে হল্যান্ড। জন ক্রুইফ অ্যারেনায় ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়া ও উত্তর মেসিডোনিয়ার মোকাবেলা করবে ডাচ দলটি।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৪২/স্বব