বাসস দেশ-২০ : মোংলা পোর্ট পৌরসভায় ১ সপ্তাহের কঠোর লকডাউন

80

বাসস দেশ-২০
কঠোর-লকডাউন
মোংলা পোর্ট পৌরসভায় ১ সপ্তাহের কঠোর লকডাউন
বাগেরহাট, ৯ জুন, ২০২১ (বাসস) : করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা পোর্ট পৌরসভায় এক সপ্তাহের কঠোর লকডাউন জারি করেছে জেলা প্রশাসন। পাশাপাশি জেলাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা করোনা মনিটরিং কমিটির জরুরী সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, গত ১৫ দিন ধরে জেলায় করোনা সংক্রমনের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মোংলা পোর্ট পৌরসভায় সংক্রমণের হার সব থেকে বেশি। যার ফলে সংক্রমণের হার কমাতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত মোংলা পোর্ট পৌরসভায় কঠোর বিধি নিষেধ (লকডাউন) আরোপ করা হয়েছে।
এই সময়ে ওই এলাকায় সকল ধরণের গণপরিবহন, শপিংমল, হোটেল-রেস্তোঁরা, খেয়াপারাপার বন্ধ থাকবে। শুধুমাত্র খাবার হোটেল থেকে পার্সেল নিতে পারবেন জরুরী প্রয়োজনে। কঠোর বিধি নিষেধ প্রতিপালন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধির পাশাপাশি কোস্টগার্ড মাঠে থাকবে বলে জানান জেলা এই শীর্ষ কর্মকর্তা।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭০৫/-কেজিএ