বাসস বিদেশ-৪ : বুরকিনা ফাসোতে হামলার তীব্র নিন্দা নিরাপত্তা পরিষদের

105

বাসস বিদেশ-৪
বুরকিনা-অস্থিরতা-জাতিসংঘ
বুরকিনা ফাসোতে হামলার তীব্র নিন্দা নিরাপত্তা পরিষদের
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ৯ জুন, ২০২১ (বাসস ডেস্ক) :জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে শুক্রবার ও শনিবারের হামলায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনার মঙ্গলবার ‘কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে।’ খবর এএফপি’র।
হামলার পর নিরাপত্তা পরিষদের সদস্যরা জানান, যে কোন ধরনের সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক হুমকি গুলোর অন্যতম। ২০১৫ সালে দেশটিতে জিহাদিদের ক্রমবর্ধমান সহিংসতা শুরু হওয়ার পর থেকে এটিকে ভয়াবহ হামলার অন্যতম একটি বলে বর্ণনা করা হয়।
সশস্ত্র সন্দেহভাজন জিহাদি জঙ্গিরা শুক্রবার রাতে সাহেল অঞ্চলের ইয়াগা প্রদেশের সোলহান গ্রামে বেপরোয়া হামলা চালায়। এতে সরকারি হিসাব অনুযায়ী ১৩২ জন প্রাণ হারায়। তবে স্থানীয় সূত্র হামলায় ১৬০ জনের মৃত্যুর কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, সাহেল অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে অবদান রাখা এমআইএনইউএসমএ, অপারেশন বারখান এবং ফোর্স কনজয়েন্টি অব জি-৫ সাহেলের প্রচেষ্টার প্রতি গুরুত্ব দিয়েছে নিরাপত্তা পরিষদ।
উল্লেখ্য, তিন বছর আগে গঠন করা জি-৫ সাহেল বাহিনীতে মৌরিতানিয়া, মালি,বুরকিনাফাসো, নাইজার ও চাদের পাঁচ হাজার সৈন্য রয়েছে।
বাসস/এমএজেড/১২৫২/-আসাচৌ