বাসস দেশ-৩ : বিশিষ্ট গীতিকার ড. মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুবার্ষিকী আগামীকাল

152

বাসস দেশ-৩
মনিরুজ্জান-মৃত্যুবার্ষিকী
বিশিষ্ট গীতিকার ড. মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুবার্ষিকী আগামীকাল
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বিশিষ্ট গীতিকার, কবি ও সাহিত্যিক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের দশম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার।
বহুমুখী প্রতিভার অধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ মনিরুজ্জামান ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল যশোরে কবির কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ৪ সেপ্টেম্বর কবির ওপর আলোচনা সভা, কবির রচিত কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশিষ্ট এই গীতিকারের মৃত্যুবার্ষিকীতে তার স্বজন ও পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে এক উজ্জ্বল নক্ষত্র। যিনি তার সৃষ্টিকর্ম দিয়ে আমাদের আলোকিত ও উজ্জীবিত করে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-প্রশাসনে, দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে বিশেষত মহান মুক্তিযুদ্ধে রয়েছে তার অসামান্য অবদান। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বহু গান ও কবিতা তিনি লিখেছেন।
বাসস/সবি/এমএন/১৫৪০/এসই