বাসস ক্রীড়া-১৮ : সহজ জয় প্রাইম ব্যাংক, ব্রাদার্স ও রুপগঞ্জের

118

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-ডিপিএল
সহজ জয় প্রাইম ব্যাংক, ব্রাদার্স ও রুপগঞ্জের
ঢাকা, ৮ জুন, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম রাউন্ডে সহজ জয়ের স্বাদ নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও লিজেন্ডস অব রুপগঞ্জ।
প্রাইম ব্যাংক ৭ উইকেটে শেখ জামালকে, ব্রাদার্স ৩৩ রানে পারটেক্সকে, রুপগঞ্জ ১৪ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।
সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে টস হেরে প্রথমে বোলিং করতে নামে প্রাইম ব্যাংক। শেখ জামালকে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানে আটকে দেয় প্রাইম ব্যাংকের বোলাররা। সাত নম্বরে নামা সোহরাওয়ার্দি শুভ সর্বোচ্চ ৩৪ রান করেন। প্রাইম ব্যাংকের রুবেল হোসেন-মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন।
১৩৪ রানের সহজ লক্ষ্য ৩ বল বাকী রেখে স্পর্শ করে প্রাইম ব্যাংক। ওপেনার রনি তালুকদার ৩৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করেন। ম্যাচ সেরাও হন তিনি। এছাড়া তামিম ইকবাল ২৩, অধিনায়ক এনামুল হক ৩৫ রান করেন। ১৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন।
৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে প্রাইম ব্যাংক। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে শেখ জামাল।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ব্রাদার্স। উপরের সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ছয় নম্বরে নামা রাহাতুল ফেরদৌস হাফ-সেঞ্চুরি তুলে নেন। তাকে সঙ্গ দিয়েছেন নাইম ইসলাম জুনিয়র।
৪৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করেন রাহাতুল। ২১ বলে ৩৪ রান করেন নাইম। রাহাতুল-নাইমের ব্যাটিং দৃঢ়তায় ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে ব্রাদার্স। পারটেক্সের জয়নুল ইসলাম-তাসামুল হক ও শাহাদাত হোসেন ২টি করে উইকেট নেন।
ব্যাট হাতে দলকে লড়াই করার পুঁিজ এনে দেয়ার পর বল হাতেও জ্বলে উঠেন রাহাতুল। বাঁ-হাতি স্পিনার রাহাতুলের ঘুর্ণিতে ১৪৮ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি পারটেক্স। ১ বল থাকতে ১১৪ রানে গুটিয়ে যায় তারা।
দলের পক্ষে ধীমান ঘোষ ৪৪ রান করেন। ৪ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন রাহাতুল। ম্যাচ সেরা হয়েছেন তিনি।
৫ খেলায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে ব্রাদার্স। সমানসংখ্যক ম্যাচে সবগুলোই হারলো পারটেক্স।
এদিকে, বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদের ঘূর্ণিতে কুপোকাত শাইনপুকুর। ১২ ওভারের নির্ধারিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৮১ রান করে রুপগঞ্জ। সানজামুল ইসলাম ২৪ ও অধিনায়ক নাইম ইসলাম অপরাজিত ১৮ রান করেন।
জবাবে নাবিলের ঘূর্ণিতে পড়ে ১২ ওভারে ৬ উইকেটে ৬৭ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর। ২ ওভারে ১ মেডেনসহ ১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাবিল।
৫ খেলায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে রুপগঞ্জ। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১১তমস্থানে শাইনপুকুর।
বাসস/এএমটি/১৯২০/স্বব