টি-২০ লীগ আন্তর্জাতিক ক্রিকেট মারাত্মক হুমকির মুখে মনে করছেন ডু প্লেসিস

780

জোহানেসবার্গ, ৮ জুন, ২০২১(বাসস): বিশ্ব ব্যাপি চলা ঘরোয়া টি-২০ লীগগুলো আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মারাত্মক হুমকি মনে করছেন দক্ষিণ আফ্রিকা দলের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
তিনি বলেন কর্তপক্ষকে অবশ্যই বিভিন্ন লীগ ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে একটি যুতসই ভারসাম্য আনতে হবে।
পাকিস্তান সুপার লীগের(পিএসএল) আগে এক গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল এক মতবিনিময় সভায় প্লেসিস বলেন,‘টি-২০ সলীগগুলো আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি হুমকি। লীগগুলোর ক্ষমতার দাপট বছর বছর বেড়েই চলছে। শুরুর দিকে বিশ্বব্যাপি মাত্র দুটি লীগ অনুষ্ঠিত হতো। কিন্তু এখন এক বছরে ৪, ৫, ৬, ৭টি লীগ হচ্ছে। লীগগুলো দিনকে দিন শক্তিশালী হচ্ছে।
তিনি আরো বলেন,‘আমি এটাকে অত্যন্ত গুরুত্বপুর্ন মনে করছি যে, কিভাবে উভয়কে সহাবস্থানে নিয়ে আসা যায় সে বিষয়ে আপনাকে উপায় খুঁজতে হবে। নতুবা ভবিষ্যতে লীগগুলো আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সত্যিকারার্থেই হুমকি হয়ে উঠবে।’
কোভিডের কারণে বন্ধ হয়ে যাওয়া পিএসএল আগামীকাল আবার শুরু হচ্ছে। পেশোয়ার জালমির হয়ে অংশ নেয়া প্লেসিস বলেন কর্তপক্ষ এখনই যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ফুটবলের মত ঘরোয়া লীগ চালাতেও।
দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এ ব্যাটসম্যান বলেন,‘ এটা অনেক বড় চ্যালেঞ্জর বিষয়। হতে পারে দশ বছর পর এটা অনেকটা ফুটবলের মত অবস্থা হতে পারে। যেখানে আপনি একটা বিশ্ব ইভেন্ট দেখতে পারেন এবং লীগলোতে বিশ্বের খেলোয়াড়রা অংশ নিতে পারে।’
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোসহ অন্যদের উদাহরন টেনে প্লেসিস বলেন, বর্তমানে অনেক খেলোয়াড় তখন একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হবে। যার কারণে তাদের জাতীয় দল অনেক বেশি ক্ষতিগ্রস্থ হবে।’