বাসস দেশ-৩০ : তিতাসের ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারুক তিন দিনের রিমান্ডে

110

বাসস দেশ-৩০
ফারুক-রিমান্ড
তিতাসের ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারুক তিন দিনের রিমান্ডে
ঢাকা, ৮ জুন, ২০২১ (বাসস) : রাজধানীর মিরপুরে তিতাসের দেড় হাজার গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় আসামি ফারুকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মিরপুর মডেল থানার মামলায় তদন্তকারি কর্মকর্তা তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো.মামুনুর রশিদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর মিরপুরের তিনটি ওয়ার্ডের দেড় হাজার গ্রাহক গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল জমা দিতেন ওমর ফারুকের মালিকানাধীন ব্যাংকিং এজেন্ট প্রতিষ্ঠানে। গ্রাহকরা বিলের টাকা জমা দিলেও সেই টাকা তিতাসের এ্যাকাউন্টে জমা না দিয়ে নিজের কাছেই রেখে দেন ফারুক। বিলের টাকা না পেয়ে দেড় বছর পর এ ঘটনা জানতে পারে তিতাস কর্তৃপক্ষ। এরপর সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়া হলে গ্রাহকরা ঘটনাটি জানতে পারেন। ততদিনে ১০ কোটি টাকা আত্মসাত করে পালিয়ে যায় প্রতারক ফারুক। গত রোববার রাতে র‌্যাব-৪-এর একটি দল তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮৫২/কেএমকে