বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল, ২০২১ এর রিপোর্ট চূড়ান্ত

449

ঢাকা, ৮ জুন, ২০২১ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে উপস্থাপনের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল, ২০২১ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে আজ সংসদে ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী মুরাদ হাসান, বেগম সিমিন হোসেন (রিমি), সাইমুম সরওয়ার কমল, মোহাম্মদ এবাদুল করিম ও খঃ মমতা হেনা লাভলী সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ৭ম বৈঠকের কার্যবিবরনী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
কমিটি বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি জট নিরসনে বেতারের অর্গানোগ্রাম আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করে তথ্য মন্ত্রণালয়ে প্রেরণের সুপারিশ করে।
সভায় ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল, ২০২১’ সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত আলোচনা হয়। কতিপয় ধারা সংশোধন করে বিলটি সংসদে উত্থাপনের জন্য কমিটি সুপারিশ করে।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।