বাসস দেশ-৫২ : সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

194

বাসস দেশ-৫২
আবহাওয়া আপডেট
সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে
ঢাকা,০৭ জুন, ২০২১ (বাসস) : সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সন্ধ্যা ছয়টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা,ময়মনসিংহ, বরিশাল,চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে ফরিদপুর রাজশাহী, পাবনা,সিরাজগঞ্জ , এবং কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এসব অঞ্চলে তা প্রশমিত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরির্বতিত।
আগামী দুইদিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অবশিষ্টাংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে পারে।
ঢাকায় মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫ টা ১০ মিনিটে এবং সূর্যাসত সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে।
বাসস/ সবি/ এসএস/২২৩০/এবিএইচ