বাসস দেশ-৪১ : অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের সহায়তায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : মেয়র আতিক

98

বাসস দেশ-৪১
অগ্নিকান্ড-আতিক-পরিদর্শন
অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের সহায়তায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : মেয়র আতিক
ঢাকা, ৭ জুন, ২০২১ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাততলা বস্তির কেউই অভুক্ত থাকবে না, তাদের সহায়তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ রাজধানীর মহাখালীতে অগ্নিদূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ সাততলা বস্তি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, সাততলা বস্তিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫ হাজার করে টাকা, তিন বেলা খাবার, ঢেউটিন এবং প্রায় ২ হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, বস্তিবাসীরা আমাদের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদেরকে উচ্ছেদ নয় পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক কাজ করা হচ্ছে।
এর আগে, তিনি আজ উত্তরা-৪ নম্বর সেক্টরে ডিএনসিসি পরিচালিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় আতিকুল ইসলাম বলেন, সবাই মিলে সবার ঢাকাকে সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশকে দূষিত না করে, নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
মেয়র নিজেদের ঘরবাড়ি ও আশ-পাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সকলের সতর্ক দৃষ্টি কামনা করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএসএইচ/১৯৫৫/-এমএন