বাসস ক্রীড়া-১৬ : ব্রাদার্স-গাজী গ্রুপ-শেখ জামাল ও প্রাইম ব্যাংকের জয়

92

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-ডিপিএল
ব্রাদার্স-গাজী গ্রুপ-শেখ জামাল ও প্রাইম ব্যাংকের জয়
ঢাকা, ৭ জুন ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটে আজ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন-গাজী গ্রুপ ক্রিকেটার্স-শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক।
নাটকীয়ভাবে ব্রাদার্স ২ রানে হারায় ওল্ড ডিওএইচএসকে। লিজেন্ডস অব রুপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরলো গাজী গ্রুপ। টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল শেখ জামাল। মোহামেডান স্পোটিং ক্লাবকে ১৬ রানে হারিয়েছে শেখ জামাল। মোহাম্মদ মিঠুন ও তামিম ইকবালের ব্যাটিংএর সাথে পেসার রুবেল হোসেনের বোলিংএ প্রাইম ব্যাংক বড় জয় পেয়েছে। পারটেক্স স্পোটিং ক্লাবকে ৭২ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক।
সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ব্রাদার্স। মাইশুকুর রহমানের হাফ-সেঞ্চুরির পরও বড় সংগ্রহ পায়নি তারা। ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে ব্রাদার্স। ৪৮ বলে ৪টি করে চার-ছক্কায় অপরাজিত ৬৮ রান করেন মাইশুকুর।
১৪০ রানের সহজ টার্গেট স্পর্শ করতে পারেনি ওল্ড ডিওএইচএস। উপরের সারির ব্যাটসম্যানরা রান পেলেও ২০ ওভারে ৩ উইকেটে ১৩৭ রানের বেশি করতে পারেনি দল। ওপেনার আনিসুল ইসলাম ইমন ৫০ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৬৪ রান করেন ইমন। ম্যাচ সেরা হন মাইশুকুর।
সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে রূপগঞ্জের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করে গাজী গ্রুপ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানের মামুলি সংগ্রহ পায় লিজেন্ডস অব রুপগঞ্জ। দলের ওপেনার মেহেদি মারুফ সর্বোচ্চ ২৪ রান করেন। গাজী গ্রুপের মেহেদি হাসান-মুকিদুল ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদ ২টি করে উইকেট নেন।
১৩৩ রানের টার্গেট স্পর্শ করতে কষ্ট করতে হয়নি গাজী গ্রুপকে। ৪৩ বলে ৫৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন ওপেনার সৌম্য সরকার। ৪৩ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
১৯ রানে ২ উইটে এবং অপরাজিত ১৫ রান করায় ম্যাচ সেরা হন গাজীর মাহমুদুল্লাহ। ৪ খেলায় দ্বিতীয় জয় গাজীর। সমানসংখ্যক ম্যাচে তৃতীয় হার রুপগঞ্জের।
মিরপুরের আরেক ম্যাচে মোহামেডানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শেখ জামাল। অধিনায়ক নুরুল হাসানের ঝড়ো ৬৬ রানের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রান করে শেখ জামাল। অনবদ্য ইনিংসে ৩৪ বল খেলে ৪টি চার ও ৫টি ছক্কা মারেন নুরুল। শেষ দিকে জিয়াউর রহমান ১৭ বলে ১টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন।
জবাবে নাদিফ চৌধুরির ৫৭ রানেও হার এড়াতে পারেনি মোহামেডান। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান করেন দলটি। বল হাতে ৪ ওভারে ১২ রানে ২ উইকেট নিলেও, ব্যাট হাতে ২ রানের বেশি করতে পারেননি মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচের সেরা হন নুরুল।
৪ খেলায় দ্বিতীয় জয় শেখ জামালের। সমানসংখ্যক ম্যাচে প্রথম হার মোহামেডানের।
বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে পারটেক্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান করে প্রাইম ব্যাংক। ৩৬ বলে ৩টি করে চার-ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন ম্যাচ সেরা মিঠুন। ৩৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করেন তামিম।
জবাবে রুবেলের পেস তোপে ১৭ দশমিক ২ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় পারটেক্স। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন রুবেল। ৪ খেলায় তৃতীয় জয় প্রাইম ব্যাংকের। সমানসংখ্যক ম্যাচে চতুর্র্থ হার পারটেক্সের।
বাসস/এএমটি/১৯২০/স্বব