পাবনায় তিনটি সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন

239

পাবনা, ৭ জুন ২০২১ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ তিনটি সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। এই তিনটি সড়কের উন্নয়ন কাজে মোট ব্যয় হবে চারকোটি ৩৮ লাখ টাকা।
আজ সোমবার দুপুরে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
জেলার সদর উপজেলার দুবলিয়া জিসিএম হতে হলুদবাড়িয়া পাকা রাস্তা ভায়া মাজেদ চেয়ারম্যানের বাড়ী পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক মেরামতে ৫২ লাখ ৫০ হাজার টাকা, দুবলিয়া জিসিএম হতে নতুন গোয়াইলবাড়ি হাট ভায়া আটঘরিয়াপাড়া পর্যন্ত দুই দশমিক ৬৩ কিলোমিটার সড়ক মেরামতে এককোটি একলাখ টাকা এবং দুবলিয়া জিসিএম হতে আতাইকুলা জিসিএম ভায়া শ্রীকোলা পর্যন্ত ছয় দশমিক ১০কিলোমিটার সড়ক মেরামতে দুইকোটি ৮৪ লাখ টাকা ব্যয় হবে। এ সময় সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল, চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস ও সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রইচ প্রমুখ উপস্থিত ছিলেন।