আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ সাব্বির রহমান

755

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে ছয় মাস নিষিদ্ধের সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি। আজ বিসিবির কার্যালয়ে শৃঙ্খলা কমিটির সভায় এই সুপারিশ করা হয়। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন অনুমোদন দিলেই এটি কার্যকর করা হবে।
আজ শনিবার সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতকে ডাকে বিসিবির ডিসিপ্লিনারী কমিটি। দুই ক্রিকেটারের শুনানি শেষে সাব্বির ও মোসাদ্দেককে নিয়ে কথা বলেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন,‘শৃঙ্খলাভঙ্গের কারনে সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ করার জন্য বোর্ড প্রধানকে সুপারিশ করা হবে।’
গেল ডিসেম্বরে জাতীয় লিগের ম্যাচ চলাকালে মাঠের ভেতর এক কিশোর দর্শককে মারধর করার অভিযোগে শাস্তি হিসেবে বিসিবি’র কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় সাব্বিরকে। পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয় ঘরোয়া ক্রিকেট থেকে। যদি ছয় মাসের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ হন সাব্বির, তবে আগামী মৌসুমে শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন।
চলতি মাস থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের দলে সুযোগ পাননি সাব্বির।
এদিকে নারী নির্যাতনের অভিযোগে মামলা হওয়া মোসাদ্দেক হোসেন সৈকতকে সতর্ক করা হয়েছে।