কন্যা সন্তান জন্ম দেয়ার ঘোষণা হ্যারি ও মেগানের

212

লস অ্যাঞ্জেলেস, ৭ জুন, ২০২১ (বাসস ডেস্ক) : প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল তাদের কন্যা সন্তান জন্মের ঘোষণা দিয়েছেন। এটি তাদের দ্বিতীয় সন্তান।
ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি হাসপাতালে শুক্রবার সকালে তাদের কন্যা সন্তান জন্ম নেয়। তার ওজন সাত পাউন্ডের কিছু বেশি।
শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেট লিলি ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।
হ্যারি ও মেগানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মা ও শিশু দুজনেই ভালো এবং সুস্থ আছেন।
উভয়ে বিবৃতিতে আরো জানিয়েছেন, তারা তাদের দ্বিতীয় সন্তানের নাম লিলিবেট রেখেছেন প্রপিতামহী রানি দ্বিতীয় এলিজাবেথের ডাক নামে। রাজপরিবারে রানিকে লিলিবেট নামে ডাকা হয়। নামের মধ্যম অংশটি রাখা হয়েছে তার প্রয়াত দাদি, প্রিন্সেস অব ওয়েলেসের প্রতি সম্মান জানাতে।
উল্লেখ্য, রানি এলিজাবেথের প্রপৌত্র-প্রপৌত্রীদের মধ্যে লিলিবেট ১১তম। রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমতালিকায় তার অবস্থান অষ্টম।
কন্যা সন্তান জন্মের পর পরই বাকিংহাম প্যালেসের নারী মুখপাত্র বলেছেন, রাণী ও ব্রিটিশ রাজপরিবার খবরটি জেনে খুবই খুশি।
এছাড়া হ্যারির পিতা চার্লস ও ভাই উইলিয়ামও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও এ খবরে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে হ্যারি ও মেগান তাদের ওয়েবসাইটে এক বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে আমাদের কন্যা লিলি। আমরা যা কল্পনা করেছিলাম, তার চেয়েও বেশি কিছু সে। গোটা বিশ্ব থেকে আমরা যে ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছি, তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা। আমাদের পরিবারের এই বিশেষ সময়ে সবার অব্যাহত অনুগ্রহ এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’
উল্লেখ্য, গত বছর রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর থেকে হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।