বাসস দেশ-৪৬ : দেশের বিভিন্ন জেলায় ভূমি সেবা সপ্তাহ শুরু

190

বাসস দেশ-৪৬
ভূমি সেবা সপ্তাহ-বিভিন্ন জেলা
দেশের বিভিন্ন জেলায় ভূমি সেবা সপ্তাহ শুরু
ঢাকা, ৬ জুন ২০২১ (বাসস) : দেশের বিভিন্ন জেলায় আজ রোববার থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত এ ভূমি সেবা সপ্তাহ চলবে।
বাসস-এর গোপালগঞ্জ সংবাদদাতা জানান, ‘অনলাইনে খাজনা দেব, ঘরে বসেই সেবা পাব’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওসমান গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, ভূমি সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল ডিজিটাল সেবা সমূহের সুবিধা ভূমি মালিকদের জানানোর লক্ষ্যে ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত এ সেবা সপ্ত্হ পালন করা হবে।
জেলার মুকসুদপুর, কাশিয়ানি, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া উপজেলায়ও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাসস-এর ফেনী সংবাদদাতা জানান, জেলায় আজ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২টার দিকে সদর উপজেলা ভূমি কার্যালয়ে সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুজন চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম জাকারিয়া বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল মাহমুদ ভূইয়া, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রুবাইয়া আফরোজ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
বাসস-এর নীলফামারী সংবাদদাতা জানান, জেলায় আজ বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ভূমি অধিগ্রহনে ফলে ক্ষতিগ্রস্থ ২৫জন জমির মালিককে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানান, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিনটি বুথ খোলা হয়েছে।
বাসস-এর বান্দরবান সংবাদদাতা জানান, ‘ভূমি উন্নয়ন কর দিব দেশের উন্নয়নে অংশ নিব, প্রধানমন্ত্রীর অঙ্গীকার ভূমিহীন থাকবেনা কেউ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২১।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে আজ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উদ্বোধনী ও আলোচনাসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌসিফ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৩৮/এমকে