বাসস বিদেশ-৯ : ইয়েমেনে হামলায় ১৪ বেসামরিক নাগরিক নিহত

111

বাসস বিদেশ-৯
ইয়েমেন-হামলা
ইয়েমেনে হামলায় ১৪ বেসামরিক নাগরিক নিহত
মারিব, ইয়েমেন, ৬ জুন, ২০২১ (বাসস ডেস্ক): ইয়েমেনের উত্তরাঞ্চলে সরকারের শক্তঘাঁটি মারিব নগরীর একটি পেট্রোল স্টেশনে শনিবার এক হামলায় ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, রাষ্ট্রীর গণমাধ্যম এ কথা জানায়। খবর এএফপি’র। হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।
বার্তা সংস্থা সাবা জানিয়েছে, “হুথি মিলিশিয়ারা একটি পেট্রোল স্টেশনকে লক্ষ্য করে হামলা চালায়। স্টেশনটিতে কয়েক ডজন গাড়ি তেল নেয়ার জন্য অপেক্ষা করছিল। সেখানে এক বিশাল আগুন জ্বলে উঠলে একটি ছোট্ট মেয়েসহ ১৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়।” এ হামলায় এক শিশুসহ পাঁচজন আহত হয়েছে।
খবরে বলা হয়েছে, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা এএফপিকে জানিয়েছে, পেট্রোল স্টেশনটি একটি খোলা বাজার ও বাস্তুচ্যুত লোকদের শিবিরের কাছে অবস্থিত। আরেকজন বাসিন্দা বলেছেন, স্টেশনটির অবস্থান একটি সরকারি সামরিক ঘাঁটির কাছাকাছি।
ইয়েমেনের তথ্যমন্ত্রী মৌমামার আল-ইরানী টুইটারে এই হামলার নিন্দা করে বলেছেন, “এটি জঘন্য সন্ত্রাসী অপরাধ যাকে যুদ্ধাপরাধ হিসাবে গণ্য করা যায়।”
বাসস/ অনু- জেজেড/২০১৫/-শআ