স্লোভানিয়ার নারী তারকা হিসেবে প্রথমবারের মত গ্র্যান্ড স্লামের কোয়ার্টারে তামারা জিদানসেক

545

প্যারিস, ৬ জুন ২০২১ (বাসস/এএফপি): স্লোভানিয়ার প্রথম নারি টেনিস তারকা হিসেবে কোন গ্র্যান্ড স্লামের কোয়ার্টারফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন তামারা জিদানসেক। রোমানিয়ার তারকা সোরানা ক্রিস্টিয়াকে হারিয়ে ফ্রেন্স ওপেন টেনিসের কোয়ার্টার -ফাইনালে উঠেছেন স্লোভানিয়ার তামারা জিদাসেক।
বিশ^ র‌্যাংকিংয়ের ৮৫তম স্থানে থাকা জিদানসেক ৭-৬ (৭/৪) ও ৬-১ গেমে জয়ী হয়ে দেশের প্রথম নারী টেনিস তারকা হিসেবে শেষ আট-এ নাম লেখান জিদানসেক। সেমি-ফাইনালে স্থানের জন্য তাকে লড়তে হবে হয় ২০১৯ সালের রানারআপ চেক প্রজাতন্ত্রের মার্কেটা বন্দ্রুসোভা অথবা ফর্মে থাকা স্প্যানিস তারকা পলা বাদোসার বিপক্ষে।
এর আগে গ্র্যান্ড স্লামে কখনো দ্বিতীয় পর্ব পার হতে পারেননি ২৪ বছর বয়সি জিদানসেক। অবশ্য এবার প্রথম রাউন্ডেই নিজের দক্ষতার প্রমান দিয়েছেন এই তারকা। হারিয়ে দিযেছেন সপ্তম বাছাই সাবেক ইউএস ওপেন বিজয়ী বিনাকা আন্দ্রেস্কুকে।