বাসস দেশ-২২ : রাঙ্গামাটিতে ৩৩টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত, প্রস্তুত ২৯টি আশ্রয় কেন্দ্র

85

বাসস দেশ-২২
রাঙ্গামাটি- দুর্যোগ মোকাবিলা
রাঙ্গামাটিতে ৩৩টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত, প্রস্তুত ২৯টি আশ্রয় কেন্দ্র
রাঙ্গামাটি, ৬ জুন ২০২১ (বাসস): জেলা শহরে ৩৩টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। পাশাপাশি দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুরর রহমানের সভাপতিত্বে এ সভায় জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বর্ষা মৌসুমে পাহাড়ী এলাকায় ভূমি ধ্বসসহ দুর্যোগের সময় জেলায় যাতে কোন প্রাণহানি না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৩৪/এমকে