বাসস ক্রীড়া-৯ : গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন ও লাওস

334

বাসস ক্রীড়া-৯
ফুটবল-বঙ্গবন্ধু-গোল্ডকাপ
গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন ও লাওস
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল চ্যাম্পিয়ান শীপ ২০১৮। আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ সহ মোট ছয়টি দেশ অংশ নিবে।
অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে ফিলিপাইন, লাওস, ফিলিস্তিন, নেপাল, তাজিকিস্তান এবং স্বাগতিক বাংলাদেশ। দু’টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টের প্রাথমিক পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে অংশগ্রহণকারী দলগুলো।
টুর্নামেন্টের ড্র আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে ‘বি’ গ্রুপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ওই গ্রুপের অবশিষ্ট দল দ’ুটি হচ্ছে ফিলিপাইন ও লাওস। ‘এ’ গ্রুপের হয়ে অংশ নিবে ফিলিস্তিন, নেপাল ও তাজিকিস্তান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, এমপি, উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি এবং বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
গ্রুপিং:
গ্রুপ এ:- ফিলিস্তিন, নেপাল, তাজিকিস্তান
গ্রুপ বি:- ফিলিপাইন, লাওস, বাংলাদেশ।
বাসস/এএসজি/এমএইচসি/১৯১৬/-আসচৌ