বাসস দেশ-৮ : বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন স্থগিত

110

বাসস দেশ-৮
আপিল-আদেশ
বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন স্থগিত
ঢাকা, ৬ জুন, ২০২১ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে নাশকতার দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষে আনা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আগামী ২০ জুন পর্যন্ত হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আদেশ দেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল।
নাশকতার অভিযোগে রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানার দায়ের করা দুই মামলায় গত ৩০ মে একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ নিয়মিত বেঞ্চ খোলা পর্যন্ত জামিন দেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
অন্য মামলায় গ্রেফতার থাকা আসলাম চৌধুরীকে নাশকতার এই দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিলো।
২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরীকে আটক করে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১৬ মে ৫৪ ধারায় (মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহ) গ্রেফতার দেখিয়ে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ওই বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলা।
বাসস/এএসজি/ডিএ/১৩৫০/এমএবি