চট্টগ্রামে ১৩ লক্ষ শিশু লক্ষ্যমাত্রায় নিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

298

চট্টগ্রাম, ৫ জুন ২০২১ (বাসস) : চট্টগ্রামে ১৩ লক্ষাধিক শিশুকে লক্ষ্যমাত্রায় নিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ ৫ জুন শুরু হয়ে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নগরী ও জেলায় একযোগে এ কর্মসূচি চলবে দুই সপ্তাহ, ১৯ জুন পর্যন্ত।
নগরীতে ৫ লক্ষ ১০ হাজার ৩১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আজ সকালে সদরঘাটস্থ মেমন মাতৃসদন হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মেমন মাতৃসদন হাসপাতালের সম্মেলন কক্ষে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, আতাউল্লাহ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, ডা. মোহাম্মদ আলী, ডা. শাহীন পারভীন, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, রেজাউল বারী, মীর্জা ফজলুল কাদের, ডা. রুবেল প্রমুখ।
জানা যায়, মহানগরীর ৪১ ওয়ার্ডের ১ হাজার ২ শত ৮৮ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৭৯ হাজার ৭ শত ৬১ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৩০ হাজার ২ শত ৭০ শিশুকে কর্মসূচির আওতায় আনা হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে রেজাউল করিম চৌধুরী বলেন, সাবেক মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী সিটি কর্পোরেশনের চিকিৎসা সেবা খাতকে নগরবাসীর দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলেন। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোকে উচ্চ মানসম্পন্ন করেছিলেন। এসব সেবা কেন্দ্রে উপকারভোগীদের চাপ ছিল। কিন্তু সেবা খাতের সেই সুনাম এখন আর নেই। তাই আমার প্রধান কর্তব্য হচ্ছে চসিকের স্বাস্থ্য খাতের লুপ্ত সুনাম পুনরুদ্ধার করা। চিকিৎসকেরা তাদের দায়িত্ব-কর্তব্য নিষ্ঠার সাথে পালন করলে তাদের সমস্যাগুলো সুবিবেচনায় নেয়া হবে।
এদিকে, চট্টগ্রামের ১৫ উপজেলায় মোট ৭ লাখ ৯০ হাজার ৫০৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮৯ হাজার ৪৩৯ জন শিশু নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৭ লাখ ১ হাজার ৬৫ জন শিশু লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে। আজ শনিবার সকালে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল আউটডোরের ইপিআই কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেন ঢাকার মহাখালীস্থ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফ’র চট্টগ্রামস্থ নিউট্রিশন অফিসার ডা. উবাসুই চৌধুরী, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া প্রমুখ।
জানা যায়, ১৫ উপজেলার দুইশ ইউনিয়নের ছয়শ ওয়ার্ডের ১৫ স্থায়ী, ১৫ ভ্রাম্যমাণ ও ৪ হাজার ৮শ’ অস্থায়ী কেন্দ্রে এ প্লাস ক্যাম্পেইন চলবে।